ব্রেকিং নিউজ
সুপারস্টার ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৩৫৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারে প্রবাসী ক্রীড়া সংগঠকদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। ২১ জানুয়ারী (মঙ্গলবার) রাতে শহরে ওয়েষ্টার্ন প্লাজায় ক্রীড়া, ঐক্য ও সমাজসেবার অঙ্গীকারে সুপারস্টার ক্লাবের সংগঠক এবং শুভানুধ্যায়ীদের প্রবাস গমণ এবং দেশে আগমন উপলক্ষে ‘সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫’ এর আয়োজন করা হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ক্রীড়া অনুরাগী জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন।
ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোস্তাক আহমদ মম, ড. আবু তাহের, এডভোকেট আশরাফুল ইসলাম জাকি, রানা খান শাহিন, সুলতান আহমদ স্বপন, বিশিষ্ট সসমাজসেবক আব্দুল বাছিত তরফদার। সংবর্ধিত অতিথি এবং অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী মছু , ওয়ালিউর রহমান ওলিদ, সালাম আহমদ জিতু, আব্দুর রব চৌধুরী সুমন ও শাকিল আহমেদ প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক শাম্মীর হাবীব চৌধুরী রবিন।

ট্যাগস :