ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ২৬০ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার।

সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধ্যাদেশে সই করেছেন।

এর ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না।

গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ আইন সংশোধন করে চারটি আলাদা অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থীই হবেন স্বতন্ত্র অর্থাৎ নির্দলীয়।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের বিধান চালু করা হয়। সে আইনের সংশোধনী এবার বাতিল করা হলো।

অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল।

নির্বাচন বিশেষজ্ঞদের মতে, এ বিধান বাতিল হলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত হবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

আপডেট সময় ০৭:৩৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার।

সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধ্যাদেশে সই করেছেন।

এর ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না।

গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ আইন সংশোধন করে চারটি আলাদা অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থীই হবেন স্বতন্ত্র অর্থাৎ নির্দলীয়।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের বিধান চালু করা হয়। সে আইনের সংশোধনী এবার বাতিল করা হলো।

অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল।

নির্বাচন বিশেষজ্ঞদের মতে, এ বিধান বাতিল হলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত হবেন।