হাওরের নির্মল পরিবেশে ইফতার
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৭:১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ৪৬৫ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাউয়াদিঘী মৌলভীবাজার জেলার অন্যতম একটি হাওর। জলে টইটম্বুর কাউয়াদীঘির নৈসর্গিক রূপ যেমন দৃষ্টিনন্দন, তেমনি শুষ্ক মৌসুমে দিগন্ত বিস্তৃত সবুজের আলপনাও হৃদয় হরণকারী। সবুজে মুড়ানো কাউয়াদীঘি হাওরের দক্ষিণ- পশ্চিম অংশের খোলা মাঠে নির্মল পরিবেশে গতকাল ইফতারের আয়োজন করেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক রাজন আহমদ।
১১ এপ্রিল মঙ্গলবার রাজন আহমদের আমন্ত্রণে চমৎকার এই ইফতারে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রবীণ সাংস্কৃতিক সংগঠক শৈলেন রায়, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক মিন্টু দেশোয়ারা, জাগো নিউজের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, সাপ্তাহিক পূর্বদিকের সম্পাদক কবি মুজাহিদ আহমদ, মৌলভীবাজার 24.কমের সম্পাদক মাহবুবুর রহমান রাহেল,যমুনা টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি আহমদ আফরোজ, চ্যানেল 24 এর জেলা প্রতিনিধি আব্দুর রব, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি পুলক পুরকায়স্থ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি তুহিন জুবায়ের, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক, হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন ও কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডাটা অপারেটর মিছবাহুর রহমান।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)