ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি সংবাদ সম্মেলনে কমলগঞ্জে মণিপুরি শিক্ষক সমিতির আয়োজনে বিদায়ী শিক্ষককে সংরবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান মৌলভীবাজারে গণঅবস্থান কর্মসূচি পালন কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জ চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় মহসিন মিয়া মধুর মতবিনিময় মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক ও কেজি স্কুলের মেধা পরীক্ষা অনুষ্ঠিত ৮ নভেম্বর বিল্পব সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মাওলানা আব্দুল হান্নান আ র নে ই শ্রীমঙ্গলে ছদ্মবেশে স্বামী-স্ত্রী সেজে পলাতক মাদক কারবারি গ্রে ফ তা র আমেরিকার আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কুলাউড়ার সোহেলের জয়

১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / ৭৬৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান।

শনিবার সকালে বাংলাদেশ বিমানের(ইএ২০২)ফ্লাইটযোগে লন্ডন থেকে সিলেট বিমানবন্দরে আসেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির অসংখ্য নেতাকর্মীরা।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সমাধিতে ফুল দিয়ে কবর জিয়ারত করেন এসময় সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম নাসের রহমান, মিজানুর রহমানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়িতে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন। সেখানে শত শত নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।

দীর্ঘদিন পর দেশে ফেরার প্রতিক্রিয়ায় মাহিদুর রহমান বলেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমার নিকট আত্মীয় কয়েকজনকে দেশের মাটিতে জানাজা পরে কবর দিতে পারিনি। শেখ হাসিনা সরকারের বাধায় আসতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ ১৭ বছর পর আমি দেশে ফিরলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়। এটা ভেবে আমি খুবই এক্সাইটেড।

 

তিনি আরো জানান, তিনি সারাদেশের বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি ওয়ান-ইলেভেনের পর থেকেই যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার বিরোধী নানা কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আলোচনায় ছিলেন বিএনপি নেতা মাহিদুর রহমান। ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে সফরকালে ওয়াশিংটনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তিনি।

এদিকে, বিএনপির এই নেতা আগমন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ছিল। বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সিলেটের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরের টার্মিনাল ভবনের সামনে মাহিদুর রহমানকে স্বাগত জানান। এদিকে রাত পর্যন্ত সিলেট বিভাগের নেতাকর্মীরা মাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

আপডেট সময় ১১:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

মৌলভীবাজার২৪ ডেস্কঃ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান।

শনিবার সকালে বাংলাদেশ বিমানের(ইএ২০২)ফ্লাইটযোগে লন্ডন থেকে সিলেট বিমানবন্দরে আসেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির অসংখ্য নেতাকর্মীরা।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সমাধিতে ফুল দিয়ে কবর জিয়ারত করেন এসময় সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম নাসের রহমান, মিজানুর রহমানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়িতে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন। সেখানে শত শত নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।

দীর্ঘদিন পর দেশে ফেরার প্রতিক্রিয়ায় মাহিদুর রহমান বলেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমার নিকট আত্মীয় কয়েকজনকে দেশের মাটিতে জানাজা পরে কবর দিতে পারিনি। শেখ হাসিনা সরকারের বাধায় আসতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ ১৭ বছর পর আমি দেশে ফিরলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়। এটা ভেবে আমি খুবই এক্সাইটেড।

 

তিনি আরো জানান, তিনি সারাদেশের বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি ওয়ান-ইলেভেনের পর থেকেই যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার বিরোধী নানা কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আলোচনায় ছিলেন বিএনপি নেতা মাহিদুর রহমান। ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে সফরকালে ওয়াশিংটনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তিনি।

এদিকে, বিএনপির এই নেতা আগমন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ছিল। বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সিলেটের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরের টার্মিনাল ভবনের সামনে মাহিদুর রহমানকে স্বাগত জানান। এদিকে রাত পর্যন্ত সিলেট বিভাগের নেতাকর্মীরা মাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।