ব্রেকিং নিউজ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের নিয়ম নীতি

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ১৭২ বার পড়া হয়েছে

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা সূর্যোদয়ের সাথে সাথে উত্তোলন করতে হবে এবং সূর্যাস্তের সাথে সাথে নামিয়ে ফেলতে হবে। এজন্য খাঁড়াভাবে স্থাপিত দন্ডের শীর্যে সঠিক মাপের ও বর্ণের পতাকা উত্তোলন করতে হবে।
কোন অবস্থাতেই ছেঁড়া বিবর্ণ, দুমড়ানো-মুচড়ানো বা সঠিক মাপ ছাড়া, হেলানোভাবে কিংবা আঁকাবাকা দন্ডে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। জাতীয় পতাকা অবশ্যই পতাকা মাপের সঙ্গে মানানসই খাড়াভাবে স্থাপিত সোজা দন্ডে যথাযথ বিধি অনুসারে উত্তোলন করতে হবে।

জাতীয় পতাকা জাতির আবেগ,অনুভূতি, ভালোবাসা এবং জাতীয় সম্মানের প্রতীক। সঠিক মাপ, রং এবং মানানসই সোজা ও খাড়াভাবে স্থাপিত দন্ড ব্যতীত জাতীয় পতাকা উত্তোলন করা শাস্তি যোগ্য অপরাধ। সকলকে যথাযথ পতাকাবিধি অনুসারে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করা হলো।
প্রচারে : জেলা তথ্য অফিস,মৌলভীবাজার।

ট্যাগস :