৩ হাজার মানুষের উপস্থিতিতে তারেক রহমানের ইফতার মাহফিল

- আপডেট সময় ১০:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৬২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলে হরিনাকান্দি গ্রামে ৩ হাজার মানুষের উপস্থিতিতে তারেক রহমানের ইফতার মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের হরিণাকান্দি গ্রামে সাবেক ছাত্রদল নেতা তাজুল ইসলামের উদ্যোগে তার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীরসহ সর্বস্তরের ৩ হাজার মানুষের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতা কর্মী ও উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির সম্মানিত পরিচালক মো. মহসিন মিয়া মধু।
এছাড়াও এই ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ন আহবায়ক তারেক খন্দকার, আহ্বায়ক কমিটির সদস্য, এমদাদুল হক, আব্দুর রহিম, আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো. সেলিম মিয়া, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য টিটু দাস, নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীসহ সর্বস্তরের প্রায় ৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
