৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারের পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথমস্থান অর্জন করেছে জুড়ীর ছেলে

- আপডেট সময় ০৯:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ৮৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাতিলাসাঙ্গন গ্রামের সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির সন্তান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের ২০১৬-১৭ সেশনের মেধাবী শিক্ষার্থী শরীফ খান ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারের পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথমস্থান অর্জন করেছেন। সোমবার সরকারি কর্মকমিশন (পিএসসি) ওয়েবসাইটে ফল প্রকাশ করে। মেধাবী শরীফ খানের এমন সাফল্যের খবরে বাবা-মা, পরিবারসহ এলাকায় আনন্দের বন্যা বইছে।
৪৪তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথমস্থান অর্জনকারি শরীফ জুড়ীর নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল ও ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্তির প্রতিক্রিয়ায় শরীফ খান বলেন, মহান আল্লাহর প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই সম্মান দান করেছেন। আমার বাবা-মা, দাদা-দাদির দোয়া সবসময় আমার পাথেয় ছিল। আমার এ পর্যায়ে পৌঁছানোর পেছনে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।
