ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
রাজনগর চোলাই মদসহ আটক -১ টানা তৃতীয়বার সেরা লিগ্যাল এইড প্যানেল আইনজীবী হলেন সুরাইয়া লাখাইয়ে আসামী ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এস আই ও নারী কনস্টেবল গুরুতর আহত লাখাইয়ে যান্ত্রিক মেশিনে বোরো ধান কাটা শুরু, ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক শ্রীমঙ্গল সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার মৌলভীবাজার জেলার ১৪ জন গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক পাচ্ছেন – টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২৪ কুয়েতে রাজনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা ‘উচ্চারণ’ ব্যান্ডের সংগীতশিল্পী কোটি টাকার মাদক আইসসহ আটক প্রাথমিকে ক্লাস সকাল সাড়ে ১১ টা পর্যন্ত,শনিবার বন্ধ লাখাইয়ে ডায়রিয়া পাদুর্ভাব বেড সংকট ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আপ্লুত মেয়র সূচনা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ১৭৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আপ্লুত কুমিল্লার নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার সূচনা। প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের একটি ভিডিও ফুটেজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে রোববার সন্ধ্যায় হাজার হাজার নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নবনির্বাচিত মেয়র সূচনা। সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এদিন দুপুরে আনুষ্ঠানিক এবং সরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

 

জানা গেছে, সূচনার বাবা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই নেতার মেয়ে তাহসীন বাহার সূচনা এবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। তাই বাবা হিসেবে বেশ উৎফুল্ল এমপি বাহার। শনিবার রাতে ফলাফল হাতে পেয়েই ফোনে কথা বলেন খোদ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে। একপর্যায়ে কথা বলতে ফোন বাড়িয়ে দেন কুমিল্লার প্রথম নারী মেয়রের হাতে।

 

এ সময় ইতিহাস গড়ে মেয়র হওয়া বাহারকন্যা এতটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন যেন মুখ থেকে কথা বের হচ্ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় সূচনা বারবার পথচলায় তার দোয়া কামনা করেন। আবদার করেন দ্রুত যেন দেখা করার সুযোগ পান।

 

অপরপ্রান্ত থেকে নিরাশ করেননি খোদ প্রধানমন্ত্রীও। ফোনালাপ শুনে আঁচ করা গেছে, সাক্ষাতের জন্য দফতরের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন সরকারপ্রধান।

 

এর আগে শনিবার বেসরকারিভাবে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে তাহসীন বাহার সূচনাকে বিজয়ী ঘোষণা করা হয়। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। ঘোড়া প্রতীকে মোহাম্মদ নিজাম উদ্দিন পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকে নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আপ্লুত মেয়র সূচনা

আপডেট সময় ১০:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আপ্লুত কুমিল্লার নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার সূচনা। প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের একটি ভিডিও ফুটেজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে রোববার সন্ধ্যায় হাজার হাজার নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নবনির্বাচিত মেয়র সূচনা। সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এদিন দুপুরে আনুষ্ঠানিক এবং সরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

 

জানা গেছে, সূচনার বাবা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই নেতার মেয়ে তাহসীন বাহার সূচনা এবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। তাই বাবা হিসেবে বেশ উৎফুল্ল এমপি বাহার। শনিবার রাতে ফলাফল হাতে পেয়েই ফোনে কথা বলেন খোদ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে। একপর্যায়ে কথা বলতে ফোন বাড়িয়ে দেন কুমিল্লার প্রথম নারী মেয়রের হাতে।

 

এ সময় ইতিহাস গড়ে মেয়র হওয়া বাহারকন্যা এতটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন যেন মুখ থেকে কথা বের হচ্ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় সূচনা বারবার পথচলায় তার দোয়া কামনা করেন। আবদার করেন দ্রুত যেন দেখা করার সুযোগ পান।

 

অপরপ্রান্ত থেকে নিরাশ করেননি খোদ প্রধানমন্ত্রীও। ফোনালাপ শুনে আঁচ করা গেছে, সাক্ষাতের জন্য দফতরের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন সরকারপ্রধান।

 

এর আগে শনিবার বেসরকারিভাবে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে তাহসীন বাহার সূচনাকে বিজয়ী ঘোষণা করা হয়। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। ঘোড়া প্রতীকে মোহাম্মদ নিজাম উদ্দিন পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকে নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।