ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখবে’ মহসিন মিয়া মধু মোস্তফাপুর ইউনিয়ন জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত মৌলভীবাজারে ৬৬ লক্ষ টাকা লুট,ঘটনা রহস্যজনক স্বৈরাচার হাসিনা সরকার মানুষের অধিকার এতোটাই হরণ করেছিল যে ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে পর্যন্ত দেয়নি – এম নাসের রহমান খেলার মাঠ থেকে মসজিদ পর্যন্ত এমন কোন জায়গা ছিল না, যেখানে দলীয় করণ ছিল না – জিকে গউস বিএনপি এখন বাংলাদেশের বড় রাজনৈতিক শক্তি,তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই – এম নাসের রহমান মৌলভীবাজারে পঞ্চকবি’র সাংস্কৃ‌তিক আয়োজন শনিবার মৌলভীবাজারে প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা কুলাউড়ায় সরকারি জমি উদ্ধার গ্রে ফ তা র হতে নিজেই আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত আমির

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আপ্লুত মেয়র সূচনা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৪৮৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আপ্লুত কুমিল্লার নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার সূচনা। প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের একটি ভিডিও ফুটেজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে রোববার সন্ধ্যায় হাজার হাজার নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নবনির্বাচিত মেয়র সূচনা। সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এদিন দুপুরে আনুষ্ঠানিক এবং সরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

 

জানা গেছে, সূচনার বাবা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই নেতার মেয়ে তাহসীন বাহার সূচনা এবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। তাই বাবা হিসেবে বেশ উৎফুল্ল এমপি বাহার। শনিবার রাতে ফলাফল হাতে পেয়েই ফোনে কথা বলেন খোদ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে। একপর্যায়ে কথা বলতে ফোন বাড়িয়ে দেন কুমিল্লার প্রথম নারী মেয়রের হাতে।

 

এ সময় ইতিহাস গড়ে মেয়র হওয়া বাহারকন্যা এতটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন যেন মুখ থেকে কথা বের হচ্ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় সূচনা বারবার পথচলায় তার দোয়া কামনা করেন। আবদার করেন দ্রুত যেন দেখা করার সুযোগ পান।

 

অপরপ্রান্ত থেকে নিরাশ করেননি খোদ প্রধানমন্ত্রীও। ফোনালাপ শুনে আঁচ করা গেছে, সাক্ষাতের জন্য দফতরের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন সরকারপ্রধান।

 

এর আগে শনিবার বেসরকারিভাবে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে তাহসীন বাহার সূচনাকে বিজয়ী ঘোষণা করা হয়। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। ঘোড়া প্রতীকে মোহাম্মদ নিজাম উদ্দিন পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকে নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আপ্লুত মেয়র সূচনা

আপডেট সময় ১০:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আপ্লুত কুমিল্লার নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার সূচনা। প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের একটি ভিডিও ফুটেজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে রোববার সন্ধ্যায় হাজার হাজার নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নবনির্বাচিত মেয়র সূচনা। সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এদিন দুপুরে আনুষ্ঠানিক এবং সরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

 

জানা গেছে, সূচনার বাবা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই নেতার মেয়ে তাহসীন বাহার সূচনা এবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। তাই বাবা হিসেবে বেশ উৎফুল্ল এমপি বাহার। শনিবার রাতে ফলাফল হাতে পেয়েই ফোনে কথা বলেন খোদ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে। একপর্যায়ে কথা বলতে ফোন বাড়িয়ে দেন কুমিল্লার প্রথম নারী মেয়রের হাতে।

 

এ সময় ইতিহাস গড়ে মেয়র হওয়া বাহারকন্যা এতটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন যেন মুখ থেকে কথা বের হচ্ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় সূচনা বারবার পথচলায় তার দোয়া কামনা করেন। আবদার করেন দ্রুত যেন দেখা করার সুযোগ পান।

 

অপরপ্রান্ত থেকে নিরাশ করেননি খোদ প্রধানমন্ত্রীও। ফোনালাপ শুনে আঁচ করা গেছে, সাক্ষাতের জন্য দফতরের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন সরকারপ্রধান।

 

এর আগে শনিবার বেসরকারিভাবে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে তাহসীন বাহার সূচনাকে বিজয়ী ঘোষণা করা হয়। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। ঘোড়া প্রতীকে মোহাম্মদ নিজাম উদ্দিন পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকে নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।