ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আব্দুল মতিন খান মৌলভীবাজারে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভায় শ্রমিকদের যথাযথ মুল্যায়নের দাবী লাখাইয়ে এক ইয়াবা কারবারীসহ গ্রেপ্তার ২ মৌলভীবাজারে দুইদিনব্যাপী সিসিমপুর শিক্ষামেলার উদ্বোধন কমলগঞ্জে ১১ প্রার্থীর মনোনয়ন জমা জুড়ীতে স্থল বন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল জাতীয় শিক্ষা সপ্তাহ,শ্রেষ্ট মাদ্রাসা প্রধান নির্বাচিত হলেন মুফতি মাওলানা বশির আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন নির্বাচিত

শ্রীমঙ্গলে চা নিলামে সর্বোচ্চ দরে এমপির বাগানের চা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ৪০১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  শ্রীমঙ্গলে চলতি নিলাম বর্ষের ১৩তম নিলামে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এর সাবারী চা বাগানের গ্রীণ টি বিক্রি হয়েছে সর্বোচ্চ দামে।

২৬ অক্টোবর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে দেশের ২য় চা নিলাম কেন্দ্রে এ চা তুলে শ্রীমঙ্গল ব্রোর্কাস লিমিটেড। নিলামে সর্বোচ্চ ১১৮০ টাকা দরে চা গুলো যৌথভাবে ক্রয় করেন শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের মাস্টারটি এর স্বত্তাধিকারী মো: সাইফুল ইসলাম বুলবুল ও আলিফ টি সাপ্লাই এর স্বত্তাধিকারী মো: জুয়েল আহমদ।

শ্রীমঙ্গল টি ব্রোকার্স এর পরিচালক হেলাল আহমদ জানান, এ নিলামে ৯১ হাজার কেজি চা উঠে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮০ ভাগ চা বিক্রি হয়। তিনি জানান, অকশনে সর্বোচ্চ ২৭২ টাকা কেজি দরে বিক্রি হয় ব্লাক টি। এই চা অকশনে তুলে শ্রীমঙ্গল এম আর খান চা বাগান। একই সাথে অকশনে সর্বোনিন্ম ১৩৮ টাকা কেজি দরে বিক্রি হয় পঞ্চগড়ের চা।

এ ব্যাপারে শ্রীমঙ্গল মাস্টার টি এর স্বত্তাধিকারী সাইফুল ইসলাম বুলবুল জানান, সাবারী টি এর যে গ্রিণটি তিনি বুধবারের অকশনে ক্রয় করেছেন এর গুনগতমান অনেক উন্নত।

এ ব্যাপারে সাবারী টি প্লাটেশনের স্বাত্তাধিকারী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, তাঁর বাগানে উন্নত জাতের দার্জিলিং ভেরাইটির চা চাষ করেছেন এবং চায়ের গুনগতমান ঠিক রাখতে প্রত্যেকটি প্রকৃয়া যথাযতভাবে পালন করেছেন। এতে গ্রীণটির পাশাপাশি তাঁর ব্ল্যাকটির মানও উন্নত। এর আগে তাঁর বাগানের চা সর্বোচ্চ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

তিনি বলেন, চা বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় মাধ্যম। তা ছাড়া দেশে এখন চা প্রধান পানীয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর গুনগত মান ও উৎপাদন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নিজেই তদারকি করেন। সম্প্রতি এ শিল্প নিয়ে মালিক শ্রমিকদের মধ্যে মজুরী নিয়ে দুরত্ব দেখা দিলে প্রধানমন্ত্রী উভয়ের সাথে আলোচনা করে চা শিল্পের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনেন।

তিনি আরো বলেন, যেহেতু এটি বৈদেশিক মুদ্রা অর্জনের একটি মাধ্যম তাই সংশ্লিষ্টদের গুনগত মানের চা উৎপাদনে নজর দিতে হবে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীমঙ্গলে চা নিলামে সর্বোচ্চ দরে এমপির বাগানের চা

আপডেট সময় ০২:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

বিশেষ প্রতিনিধি:  শ্রীমঙ্গলে চলতি নিলাম বর্ষের ১৩তম নিলামে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এর সাবারী চা বাগানের গ্রীণ টি বিক্রি হয়েছে সর্বোচ্চ দামে।

২৬ অক্টোবর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে দেশের ২য় চা নিলাম কেন্দ্রে এ চা তুলে শ্রীমঙ্গল ব্রোর্কাস লিমিটেড। নিলামে সর্বোচ্চ ১১৮০ টাকা দরে চা গুলো যৌথভাবে ক্রয় করেন শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের মাস্টারটি এর স্বত্তাধিকারী মো: সাইফুল ইসলাম বুলবুল ও আলিফ টি সাপ্লাই এর স্বত্তাধিকারী মো: জুয়েল আহমদ।

শ্রীমঙ্গল টি ব্রোকার্স এর পরিচালক হেলাল আহমদ জানান, এ নিলামে ৯১ হাজার কেজি চা উঠে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮০ ভাগ চা বিক্রি হয়। তিনি জানান, অকশনে সর্বোচ্চ ২৭২ টাকা কেজি দরে বিক্রি হয় ব্লাক টি। এই চা অকশনে তুলে শ্রীমঙ্গল এম আর খান চা বাগান। একই সাথে অকশনে সর্বোনিন্ম ১৩৮ টাকা কেজি দরে বিক্রি হয় পঞ্চগড়ের চা।

এ ব্যাপারে শ্রীমঙ্গল মাস্টার টি এর স্বত্তাধিকারী সাইফুল ইসলাম বুলবুল জানান, সাবারী টি এর যে গ্রিণটি তিনি বুধবারের অকশনে ক্রয় করেছেন এর গুনগতমান অনেক উন্নত।

এ ব্যাপারে সাবারী টি প্লাটেশনের স্বাত্তাধিকারী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, তাঁর বাগানে উন্নত জাতের দার্জিলিং ভেরাইটির চা চাষ করেছেন এবং চায়ের গুনগতমান ঠিক রাখতে প্রত্যেকটি প্রকৃয়া যথাযতভাবে পালন করেছেন। এতে গ্রীণটির পাশাপাশি তাঁর ব্ল্যাকটির মানও উন্নত। এর আগে তাঁর বাগানের চা সর্বোচ্চ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

তিনি বলেন, চা বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় মাধ্যম। তা ছাড়া দেশে এখন চা প্রধান পানীয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর গুনগত মান ও উৎপাদন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নিজেই তদারকি করেন। সম্প্রতি এ শিল্প নিয়ে মালিক শ্রমিকদের মধ্যে মজুরী নিয়ে দুরত্ব দেখা দিলে প্রধানমন্ত্রী উভয়ের সাথে আলোচনা করে চা শিল্পের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনেন।

তিনি আরো বলেন, যেহেতু এটি বৈদেশিক মুদ্রা অর্জনের একটি মাধ্যম তাই সংশ্লিষ্টদের গুনগত মানের চা উৎপাদনে নজর দিতে হবে