ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কমলগঞ্জে ১১ প্রার্থীর মনোনয়ন জমা জুড়ীতে স্থল বন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল জাতীয় শিক্ষা সপ্তাহ,শ্রেষ্ট মাদ্রাসা প্রধান নির্বাচিত হলেন মুফতি মাওলানা বশির আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন নির্বাচিত কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১ শ্রীমঙ্গলে চা-বোর্ড নির্ধারিত দরে শেষ হলো মৌসুমের প্রথম নিলাম কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘন তিন প্রার্থীকে জরিমানা লাখাইয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল মৌলভীবাজার সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিত নির্বাচিত

সুন্দরবনে বর্তমানে ১১৪ বাঘ দেড় লাখ হরিণ, সংসদকে জানালেন….পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • / ৪১৭ বার পড়া হয়েছে

সুন্দরবনে বর্তমানে বাঘ, হরিণ, কুমির, বানরের সংখ্যা কতো তা সংসদকে জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। সবশেষ ২০১৮ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১১৪টি।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে গণনা করে ২০১৫ সালে সুন্দরবনে ১০৬টি বাঘ পাওয়া যায়। সর্বশেষ ২০১৮ সালের জরিপ অনুযায়ী এ বনে বাঘের সংখ্যা ১১৪টি। এ ছাড়া সুন্দরবনে এক থেকে দেড় লাখ হরিণ, ১৬৫ থেকে ২০০টি কুমির এবং ৪০ থেকে ৫০ হাজার বানর রয়েছে।

সরকারি দলের অপর সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে বনের পরিমাণ মোট ভূমির ১৪ দশমিক ১০ শতাংশ এবং বৃক্ষাচ্ছাদনের পরিমাণ মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশ।

সরকারি দলের সদস্য আ ক ম সরওয়ার জাহানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সামাজিক বনায়নের আওতায় ১৯৮০-৮১ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থ বছর পর্যন্ত ১ লাখ ২ হাজার ৩৩৯ দশমিক ২৮ হেক্টর উডলট ও ব্লক বাগান সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া ৭৬ হাজার ৭৫২ দশমিক ৩৬৬ কিলোমিটার স্ট্রিপ বাগান সৃষ্টি করা হয়েছে। এতে করে ৭ লাখ ২৬ হাজার ৬৫৪ জন উপকারভোগীকে সম্পৃক্ত করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনে বর্তমানে ১১৪ বাঘ দেড় লাখ হরিণ, সংসদকে জানালেন….পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

আপডেট সময় ০৮:৫৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২

সুন্দরবনে বর্তমানে বাঘ, হরিণ, কুমির, বানরের সংখ্যা কতো তা সংসদকে জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। সবশেষ ২০১৮ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১১৪টি।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে গণনা করে ২০১৫ সালে সুন্দরবনে ১০৬টি বাঘ পাওয়া যায়। সর্বশেষ ২০১৮ সালের জরিপ অনুযায়ী এ বনে বাঘের সংখ্যা ১১৪টি। এ ছাড়া সুন্দরবনে এক থেকে দেড় লাখ হরিণ, ১৬৫ থেকে ২০০টি কুমির এবং ৪০ থেকে ৫০ হাজার বানর রয়েছে।

সরকারি দলের অপর সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে বনের পরিমাণ মোট ভূমির ১৪ দশমিক ১০ শতাংশ এবং বৃক্ষাচ্ছাদনের পরিমাণ মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশ।

সরকারি দলের সদস্য আ ক ম সরওয়ার জাহানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সামাজিক বনায়নের আওতায় ১৯৮০-৮১ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থ বছর পর্যন্ত ১ লাখ ২ হাজার ৩৩৯ দশমিক ২৮ হেক্টর উডলট ও ব্লক বাগান সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া ৭৬ হাজার ৭৫২ দশমিক ৩৬৬ কিলোমিটার স্ট্রিপ বাগান সৃষ্টি করা হয়েছে। এতে করে ৭ লাখ ২৬ হাজার ৬৫৪ জন উপকারভোগীকে সম্পৃক্ত করা হয়েছে।