ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কমলগঞ্জের হিড এলাকার টিলার আগুন সাড়ে ৬ ঘন্টাপর নিয়ত্রনে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ৩৪০ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের হিড বাংলাদেশ এর লেকের পাশের টিলায় লাগা আগুন প্রায় সাড়ে ৬ঘন্টাপর নিয়ত্রনে। পুঁড়ে গেছে ৬ একর জায়গার গাছ-গাছালী। নিয়ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। জায়গামত ফায়ার সার্ভিসের গাড়ি না যেতে পারায় আগুন নিয়ত্রনে দেরী হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
বুধবার (১৩মার্চ) দুপুর ১ টার দিকে কে বা কারা টিলায় আগুন লাগিয়ে দেয় বলে জানান হিডের এক কর্মকর্তা। তাৎক্ষনিক হিডের লোকেরা কমলগঞ্জ ফায়ার স্টেশনে খবর দিলে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিয়ত্রনে আনার চেষ্ঠা করে। পরবর্তীতে আগুন বাড়তে থাকলে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারাও এসে আগুন নিয়ত্রনে যোগ দেয়। তাদের সন্মিলিত চেষ্টায় আগুন নিয়ত্রনে আনে।
এবিষয়ে হিড বাংলাদেশ এর লিয়াজোঁ কর্মকর্তা নুর ই আলম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছয় একর জায়গার গাছ-গাছালি পুঁড়ে গেছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জের হিড এলাকার টিলার আগুন সাড়ে ৬ ঘন্টাপর নিয়ত্রনে

আপডেট সময় ১০:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের হিড বাংলাদেশ এর লেকের পাশের টিলায় লাগা আগুন প্রায় সাড়ে ৬ঘন্টাপর নিয়ত্রনে। পুঁড়ে গেছে ৬ একর জায়গার গাছ-গাছালী। নিয়ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। জায়গামত ফায়ার সার্ভিসের গাড়ি না যেতে পারায় আগুন নিয়ত্রনে দেরী হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
বুধবার (১৩মার্চ) দুপুর ১ টার দিকে কে বা কারা টিলায় আগুন লাগিয়ে দেয় বলে জানান হিডের এক কর্মকর্তা। তাৎক্ষনিক হিডের লোকেরা কমলগঞ্জ ফায়ার স্টেশনে খবর দিলে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিয়ত্রনে আনার চেষ্ঠা করে। পরবর্তীতে আগুন বাড়তে থাকলে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারাও এসে আগুন নিয়ত্রনে যোগ দেয়। তাদের সন্মিলিত চেষ্টায় আগুন নিয়ত্রনে আনে।
এবিষয়ে হিড বাংলাদেশ এর লিয়াজোঁ কর্মকর্তা নুর ই আলম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছয় একর জায়গার গাছ-গাছালি পুঁড়ে গেছে।