ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজার-১ তিন প্রার্থী জামানত হারালেন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • / ৭৪২ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে তিন প্রার্থী জামানত হারিয়েছেন।

তারা হলেন-জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, তৃণমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ০৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের ১১২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  নির্বাচনের ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন নৌকা প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট। অবশ্য আহমদ রিয়াজ উদ্দিন ভোটের আগের দিন নির্বাচন থেকে সরে যান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২৫ ভোট এবং তৃণমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৩৭ ভোট।

নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম ও তৃণমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাননি। যার কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৬৩৫। এর মধ্যে একটি পৌরসভা ও ১০টি ইউপি নিয়ে গঠিত বড়লেখা উপজেলায় ভোটার ১ লাখ ৯৯ হাজার ৯৬৫। আর ৬টি ইউপি নিয়ে গঠিত জুড়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ৬৭০।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার-১ তিন প্রার্থী জামানত হারালেন

আপডেট সময় ০৯:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে তিন প্রার্থী জামানত হারিয়েছেন।

তারা হলেন-জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, তৃণমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ০৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের ১১২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  নির্বাচনের ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন নৌকা প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট। অবশ্য আহমদ রিয়াজ উদ্দিন ভোটের আগের দিন নির্বাচন থেকে সরে যান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২৫ ভোট এবং তৃণমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৩৭ ভোট।

নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম ও তৃণমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাননি। যার কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৬৩৫। এর মধ্যে একটি পৌরসভা ও ১০টি ইউপি নিয়ে গঠিত বড়লেখা উপজেলায় ভোটার ১ লাখ ৯৯ হাজার ৯৬৫। আর ৬টি ইউপি নিয়ে গঠিত জুড়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ৬৭০।